logo
আপডেট : ১৯ মার্চ, ২০২২ ১২:৩০
শান্তি আলোচনায় না বসলে রাশিয়াকে পস্তাতে হবে: জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক

শান্তি আলোচনায় না বসলে রাশিয়াকে পস্তাতে হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

মস্কোকে ‘অবিলম্বে’ শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক ভিডিওবার্তায় এই আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়াকে সতর্কও করেছেন তিনি। বলেছেন, ‘ভুল’ করে হামলা চালিয়ে রাশিয়া যে ক্ষতির মুখে পড়েছে তা সীমিত করতে শান্তি আলোচনাই একমাত্র সুযোগ।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এখন সময় সরাসরি আলোচনা বসার, কথা বলার। এখন সময় এই অঞ্চলের সম্মান ফিরিয়ে আনার, ইউক্রেইনের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার। অন্যথায় রাশিয়া এমন ক্ষতির মুখে পড়বে যা পুনরুদ্ধার করা লাগবে কয়েক প্রজন্মের প্রচেষ্টায়।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা কয়েক দফা বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি।

মস্কো-কিয়েভ আলোচনায় জেলেনস্কি-পুতিন সরাসরি বৈঠকের প্রস্তাব দেওয়া হচ্ছে ইউক্রেনের পক্ষ থেকে। তবে এ প্রস্তাবে এখনও সায় মেলেনি রাশিয়ার। রাশিয়া চাইছে, আগে ন্যাটোতে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিক ইউক্রেন।