logo
আপডেট : ১৯ মার্চ, ২০২২ ১৬:৫০
বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাবি প্রতিনিধি

বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যারয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (১৯মার্চ) এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ছিলেন একজন বিজ্ঞ ও সফল আইনজীবী, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি। তিনি ছিলেন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার সরল মনের একজন অসাধারণ গুণী ব্যক্তি। জাতির এক বিশেষ ক্রান্তিকালে দেশের গণতন্ত্রায়নে ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।’

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার (১৯ মার্চ) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।