বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ যেদিকে যাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে।
শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং আইনজীবী রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয় দলের সভাপতি এহছানুল হুদা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
আমির খসরু বলেন, দেশের প্রতিটি জনগণের মধ্যে এখন আশঙ্কা কাজ করছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবে কিনা। জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচার ব্যবস্থা সবকিছু নির্ভর করে আগামী নির্বাচনের ওপর।
তিনি বলেন, আজকে কষ্ট হয়, জনগণ জানতে চায়, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এই মুহূর্তে যারা জানতে চায়, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নাই?
তাদের যদি বোধ শক্তি থেকে থাকে, তাহলে তারা তো বোঝার কথা বাংলাদেশে কোনো নির্বাচন আছে কিনা। যেখানে অংশগ্রহণ করার প্রশ্ন আসে। নির্বাচন থাকলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই নাই দেশে, সেখানে প্রশ্ন কিসের।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা তো প্রশ্ন করার দরকার নাই। জনগণ ভোট দিতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করার দরকার আছে! ফলে বিষয়টি পরিষ্কার। অতএব এই প্রশ্ন যাতে আর কেউ না করে।
তিনি বলেন, আগামি নির্বাচন যদি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন হবে না।
তিনি বলেন, আমরা সঠিক পথেই আছি। আমরা গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সাংবিধানিক অধিকারের পক্ষে যারা আছে, আমরা আগামী নির্বাচনের জন্য একতাবদ্ধ থাকবো। এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। অন্য বিষয়ে আমাদের দ্বিমত থাকে, কিন্তু এই সরকারের পতনের সঙ্গে যাদের দ্বিমত থাকবে না, তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই। আগামী দিনে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি অংশগ্রহণমুলক নির্বাচনের পক্ষে যারা থাকবেন, আমরা তাদের সঙ্গে কাজ করবো।
আমরা একসঙ্গে করতে পারি, যার যার অবস্থান থেকে করতে পারি। কিন্তু আমাদের লক্ষমাত্রা তো একটাই।
খসরু বলেন, এখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নাই। আগামী দিনে নির্বাচন নাকি আন্দোলন। যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি নয়, দেশের প্রতিটি নাগরিকই যাবে। বৈধ সরকার ক্ষমতায় আসবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে।