logo
আপডেট : ২০ মার্চ, ২০২২ ১৫:৩০
আইসিএমএইচ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি

আইসিএমএইচ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট’ (আইসিএমএইচ) মাতুয়াইল ঢাকা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২০ মার্চ) সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় আইসিএমএইচ-ডে।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, যুগ্ম পরিচালক, পরিচালকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কেক কেটে এবং আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রতিষ্ঠান প্রধান নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন, ‘মা ও শিশুদের যত্নে আইসিএমএইচ’র অবদান অনন্য। চিকিৎসার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের উচ্চতর শিক্ষা প্রদানেও প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিশেষ ব্যবস্থাপনায় দুস্থদের বিনা পয়সায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান এবং কোভিড-১৯ এর গণটিকাসহ নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনা করে আসছি।’