দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। রোববার শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর খেলায় বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছে লাল সবুজের দল। টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ আগেভাগে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
বাংলাদেশ প্রথমার্ধে ২৬-১৪ পয়েন্টে এগিয়েি ছল। বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় হয়েছেন রাজিব আহমেদ। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়েছিল। অন্যদিকে মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। শ্রীলঙ্কা সে ম্যাচ জিতেছিল ৫৩-২৬ পয়েন্টে।
এদিকে শ্রীলঙ্কা রোববার তাদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। শ্রীলঙ্কা দুটো লোনাসহ ৪৪-১৯ পয়েন্টে জয় পায়। শ্রীলঙ্কা টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের সঙ্গী হয়ে সেমিফাইনালে পৌঁছেছে। বিশ^ র্যাংকিংয়ে দুইটি লোনাসহ ২৯-৬ পয়েন্টে এগিয়েছিল। ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন লাকমোহন ধানুশান। টানা দ্বিতীয় হারের ফলে ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। একই ভাগ্য বরণ করতে হয়েছে মালয়েশিয়াকে।
এদিকে টুর্নামেন্টের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সোমবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।