logo
আপডেট : ২০ মার্চ, ২০২২ ২০:৪১
ওয়ার্নের শেষকৃত্য
কফিনে চুমু খেয়ে কাঁদলেন মেয়ে
ক্রীড়া ডেস্ক

কফিনে চুমু খেয়ে কাঁদলেন মেয়ে

মেলবোর্নের কাছের মানুষদের উপস্থিতিতে কিংবদন্তি শেন ওয়ার্নের প্রথম দফার শেষকৃত্য অনুষ্ঠান হলো। যেখানে তার কাছের আত্মীয় ও বন্ধুদের মধ্যে ৮০ জন উপস্থিত ছিলেন। কাছের মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখা এই শেষকৃত্যে ওয়ার্নের তিন সন্তানÑ জ্যাকসন, ব্রুক ও সামার; বাবা-মা কিথ ও ব্রিগেট এবং ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্করা ছিলেন।

এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, সাবেক তারকা পেসার মার্ভ হিউজ ও গ্লেন ম্যাকগ্রা; সাবেক তারকা ব্যাটার মার্ক ওয়াহ ও ইয়ান হিলিও উপস্থিত ছিলেন।

সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন।

এই শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেইন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিন দুটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তার কফিনটি একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।

ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেইন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, এবার শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে হলেও, আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে হবে ওয়ার্নের শেষকৃত্য। যেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

ব্যক্তিগত এই বিদায়ের আয়োজনে ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে। ছিলেন তার দুই বোন ব্রুক ও সামারও। ওয়ার্নের বাবা কেইথ ও মা ব্রিজেটও ছেলেকে শেষ বিদায় জানান।

পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছেন। তিনি ছিলেন সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। তিনি হ্যাটট্রিক করেছেন, ৭০০ উইকেট নিয়েছেন। গ্যাটিংকে ওই বলটা করেছেন।’

অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, ‘শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার...আমি জানি না তারা কীভাবে এটা করেছেন, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছেন। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।

এর আগে ওয়ার্নের এই বিদায়ে থাকতে না পারায় আফসোস করেন সাবেক স্ত্রী এলিজাবেথ হারলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নের সঙ্গে একটা ছবি দেন তিনি। সেখানে এখনো ওয়ার্নের মৃত্যু মেনে নিতে না পারার কথা জানান এলিজাবেথ।

তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ব্যথিত শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারব না বলে। আমার গত রাতে শ্যুটিং ছিল, সময়ের কারণে শারীরিকভাবে যেতে পারছি না। এই ছবিগুলো শ্রীলংকায় তোলা হয়েছিল আমাদের অ্যাঙ্গেজম্যান্ট উদযাপন করতে। আমাদের সব সন্তান সঙ্গে ছিল, সময়টা ছিল আনন্দের।’

ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়া সবাই কিছুক্ষণের জন্য শেন ওয়ার্নকে ট্রিবিউট জানিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।