logo
আপডেট : ২১ মার্চ, ২০২২ ২২:০১
ধর্ষণের অভিযোগ: ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার
ঢাবি প্রতিনিধি :


ধর্ষণের অভিযোগ: ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার

ধর্ষণের অভিযোগে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ।

সোমবার (২১মার্চ) সংগঠনের ফেসবুক পেজে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত আকিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এটিকে 'পলিটিকালি' ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন।

ভোরের আকাশকে তিনি বলেন, ঘটনাটি গত বছরের এপ্রিলে লকডাউনের মধ্যে ঘটে। দুজনের সম্মতিতে আমরা 'ইন্টারকোর্স' শুরু করি। একপর্যায়ে সে আমাকে থামতে বললেও আমি থামি নাই। পরে সে আমাকে সরিয়ে দেয়। পরের দিনই আমি তার কাছে ক্ষমা চাই। দুই মাস এটা নিয়ে বিভিন্ন জনের মধ্যে কথা হওয়ার পর আমরা আবার সম্পর্কে যাই। সম্পর্কের প্রায় চার-পাঁচ মাস পর কিছুদিন আগে আমাদের 'ব্রেকআপ' হয়। এখন আমি ছাত্র ইউনিয়নের কমিটিতে পদ পাওয়ায় বিষয়টি আবার সামনে এসেছে।

আকিফ বলেন, অভিযোগকারী বর্তমানে যার সঙ্গে রিলেশনে আছে এখানে তার সম্পৃক্ততা আছে। আমাদের মিটিংয়েও সবার সন্দেহ ছিল। গত বছর ’সেক্সুয়াল এবিউজ’ এর দায়ে তাকে (অভিযোগকারীর সঙ্গে বর্তমানে রিলেশনকারী) ইউনিয়ন এবং চলচ্চিত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই বর্তমানে ছাত্র ইউনিয়নের কমিটিতে আসছে।

তিনি বলেন, যেটা হয়েছে সেটা বাংলাদেশের আইনে ধর্ষণ বলে না। তবুও আমি ভুল মেনে গত বছর বিষয়টি স্বীকার করি। আমি আমার ভুল স্বীকার করেছি।

অভিযোগের বিষয়টি প্রথম জানাজানি হয় গতকাল রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রথম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাত ১২ টা ১০ মিনিটে একটি পোস্ট করে।

সেখানে তারা জানায়, গত ১৯ মার্চ (শনিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য আকিফ আহমেদ-এর বিরুদ্ধে তাদের সুরক্ষা কমিটি বরাবর একটি ধর্ষণের অভিযোগ লিখিত আকারে দাখিল করা হয়। চলচ্চিত্র সংসদের তদন্ত কমিটির কাছে অভিযুক্ত আকিফ আহমেদ তার বিরুদ্ধে আনা অভিযোগটি স্বীকার করায় অভিযুক্তকে সংগঠন থেকে বহিস্কার এবং অবাঞ্চিত ঘোষণা করেছে।

এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন তাদের ফেসবুক পেজে বিবৃতি দেয়। সেখানে বলা হয়েছে, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।