logo
আপডেট : ২১ মার্চ, ২০২২ ২২:২৮
বিয়েতে কাজীদের বাড়তি ফি নেওয়ার অপতৎপরতা বন্ধের তাগিদ
নিজস্ব প্রতিবেদক

বিয়েতে কাজীদের বাড়তি ফি নেওয়ার অপতৎপরতা বন্ধের তাগিদ

বিয়ের কাবিননামায় স্বাক্ষর (সংগৃহীত ছবি)

বিয়ে ও তালাক নিবন্ধনে আলাদা ‘দুই ধরনের’ খাতা ব্যবহার করে কৌশলে বাড়তি ফি আদায় করছেন মুসলিম বিবাহ নিবন্ধক কাজীরা। এই অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনে আয়োজিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন এবং বিধিমালা পর্যালোচনা করা হয়। এসময় এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন শহীদুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান এবং রুমিন ফারহানা।

কমিটির আলোচনায় বলা হয়, মুসলিম বিয়ে নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিয়ের নিবন্ধনে কাজীরা বাড়তি ফি আদায়ের কৌশল হিসেবে ‘দুই ধরনের’ খাতা নিয়ে ঘোরেন এবং ‘অসত্য তথ্য’দিয়ে বর-কনে পক্ষগুলোর কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নেন। এতে মানুষের ভোগান্তি বাড়ছে এবং সরকার সম্পর্কে বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। সরকার ফি নির্দিষ্ট করে দেওয়ার পরও যেসব কাজী বাড়তি ফি নিচ্ছেন তাদের জবাবদিহির আওতায় আনার সুপারিশ করেন আইন প্রণেতারা।

উল্লেখ্য, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এ বলা আছে, একজন নিকাহ নিবন্ধক চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকার জন্য সাড়ে ১২ টাকা ফি নিতে পারবেন। তবে দেনমোহর চার লাখের বেশি হলে এরপর থেকে প্রতি এক লাখ বা অংশ বিশেষের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি নিতে পারবেন। তবে সর্বনিম্ন ফি হবে ২০০ টাকা। তালাক নিবন্ধনের ফি ৫০০ টাকা।