একটা ম্যাচ আগেও রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান ছিল ১৫। বার্সেলোনার ছিল পয়েন্ট ৫৪, রিয়াল মাদ্রিদের ৬৬।এ অবস্থায় বার্সেলোনার পক্ষে শিরোপার স্বপ্ন দেখাটা রীতিমতো হাস্যকার। সেই হাস্যকর কাজটিই এখন করছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। গত রোববার এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার পরই জাভি এমন স্বপ্ন দেখার দুঃসাহস দেখাচ্ছেন।
লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে বার্সেলোনার অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে নয় ইউরোপার দল তারা এখন। এ অবস্থায় শিরোপার স্বপ্ন দেখা কঠিন। কিন্তু একটু সময় নিয়ে হলেও জাভির স্পর্শে নতুন করে পথ চলা শুরু করেছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর প্রতিপক্ষরাও বার্সেলোনাকে ভিন্ন চোখে দেখা শুরু করেছে। রিয়াল মাদ্রিদের কাছে হারটা বার্সেলোনার জন্য একটা অভ্যাসে পরিণত হয়েছিল। রোববারের ম্যাচের আগে চির প্রতিদ্বন্দ্বী দলের কাছে টানা পাঁচ ম্যাচে হেরেছিল বার্সেলোনা। এ ম্যাচে রিয়াল স্বাগতিক থাকায় বার্সেলোনার হারটা আরো নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু মাঠে ভিন্ন এক বার্সেলোনা হাজির হয়। রিয়াল সমর্থকদের হতবাক করে একে একে চার গোল করে বার্সেলোনা। এ জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে ১২ পয়েন্টে এসেছে। বার্সেলোনার সামনে এ ব্যবধান ৯ পয়েন্টে আনার সুযোগ রয়েছে। কেননা বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত জাভি তার শিরোপার স্বপ্ন গোপন করেননি। বলেছেন, সম্ভবত এখন আমরা বলতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়েছি। রিয়ালের বিপক্ষে যেভাবে খেলেছি আমরা সেভাবেই খেলতে চেয়েছি। এটা ছিল পরিপূর্ণ এক ম্যাচ। আমরা প্রতিপক্ষের তুলনায় ভালো খেলেছি। আমরা অনেকটা হোম টিমের মতোই খেলেছি। আমরা ম্যাচে আরো বেশি গোল করতে পারতমা। গোল ব্যবধান ৫ বা ৬ হতে পারতো। আগের কয়েকিট ক্ল্যাসিকো হেরে যাওয়ার পর আমরা নেতিবাচক খেলা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
মিডফিল্ডার সার্জিও বুস্কেটসও এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে যদি নূন্যতম সুযোগ থাকে তাহলে আমরা শিরোপার জন্য লড়তে চাই। যাহোক আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো। যদিও বিষয়টি খুব কঠিন তারপরও ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে।’
জাভির অধীনে বার্সেলোনা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। তার অধীনে ২০ ম্যাচে মাত্র দুটোতে হেরেছে বার্সেলোনা। দুই ম্যাচেই তারা অতিরিক্ত সময়ে লড়াইয়ে হেরে যায়।