logo
আপডেট : ২২ মার্চ, ২০২২ ১৮:৩৮
জুভেন্টাস ছাড়ছেন দিবালা
ক্রীড়া ডেস্ক

জুভেন্টাস ছাড়ছেন দিবালা

গ্রীষ্ম মৌসুমেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। এই গ্রীষ্মেই দিবালার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর তা নবায়ন না করার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। সে কারণেই দিবালা জুভেন্টাস ছেড়ে চলে যাচ্ছেন। এর মাধ্যমে প্রায় একমাস ধরে ঝুলে থাকা বিষয়টির অবসান হলো।

জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিজিও আরিভাবেনে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তুরিনের দিবালার এজেন্টের সাথে যে আলোচনা হয়েছে তাতে ক্লাব তার প্রতি কোন আগ্রহ দেখায়নি। এর আগে অক্টোবরে চুক্তি নবায়নের বিষয়ে ক্লাবের সাথে মৌখিকভাবে একটি সমঝোতা হয়েছিল দিবালার। তারই প্রেক্ষিতে এতদিন দিবালা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। নতুন প্রস্তাব অনুযায়ী বছরে দিবালার বেতন আট মিলিয়ন পর্যন্ত বৃদ্ধির একটি আলোচনা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ক্লাব তাদের সিদ্ধান্ত থেকে সড়ে আসে।

এ সম্পর্কে গণমাধ্যমে আরিভাবেনে বলেছেন, ‘জানুয়ারিতে সার্বিয়ান স্ট্রাইকার ডুসান ভøাহোভিচ আসার পর থেকে ক্লাবের ফুটবলীয় কাঠামো একেবারেই বদলে গেছে। জুভেন্টাসের প্রকল্পগুলোও পরিবর্তিত হয়েছে। আর পরির্বতনের অংশ হিসেবেই দিবালার চুক্তি বৃদ্ধির বিষয়টি আর চূড়ান্ত করেনি ক্লাব কর্তৃপক্ষ। বেতন কমিয়ে তাকে দলে রাখাটা হয়তো বা জুভেন্টাসের জন্য সহজ সিদ্ধান্ত হতো। কিন্তু বিষয়টা পাওলোর প্রতি অশ্রদ্ধার সামিল ছিল।’

ইতোমধ্যেই দিবালা ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন। ইতালিয়ান গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে জুভেন্টাসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে দিবালার যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদও তার প্রতি আগ্রহ দেখিয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার গত দুই মৌসুম ধরেই ইনজুরির সাথে লড়াই করছেন। আলিভাবেনে স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতিতর কারণেই চুক্তি নবায়নের বিষয়ে কেউ আগ্রহ প্রকাশ করেনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘দিবালা এখন আর জুভেন্টাসের কেন্দ্রীয় প্রকল্পে নেই। এ কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ কখনো তার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেনি। কিন্তু এই মুহূর্তে মাঠে তার পারফরমেন্স ও চুক্তির মেয়াদের বিষয়টি সামনে চলে এসেছিল।’

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসের নাম লিখিয়েছিলেন দিবালা। এরপর থেকে তুরিনের জায়ান্টদের হয়ে পাঁচটি সিরি-এ ও চারটি ইতালিয়ান কাপের শিরোপা জিতেছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারা দলেরও সদস্য ছিলেন তিনি।