উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলের জয় বার্সেলোনার সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ঠিক একইভাবে প্যারিস সেন্ত জার্মেইও সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে। তারা অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। অবাক হওয়ার মতো ঘটনা। তবে অবাক হওয়ার কিছু নেই। সত্যিকারভাবে মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটেছে। তবে এ দুটো খেলা পুরুষদের নয়, বরং নারীদের।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই দুটো দলই আগেভাগে ছিটকে গেছে। তাদের হয়ে টুর্নামেন্টে এখন নারী সদস্যরা প্রতিনিধিত্ব ধরে রেখেছে। শুধু তাই নয়, এ দুটো দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। কেননা প্রথম লেগে এমনিতেই হার তাদের সঙ্গী হয়েছে। অন্যদিকে ফিরতি লেগের ম্যাচ তাদেরকে অ্যাওয়েতে খেলতে হবে।
জয় পেলেও বার্সেলোনার জন্য ম্যাচটা মোটেও সহজ ছিল না। বরং নিজেদের মাঠের খেলার সুবিধা কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচের বাঁশি বাজতে বাজতেই গোল করে এগিয়ে গিয়েছিল। রিয়ালের চাপে বার্সেলোনার অবস্থা এমন হয়েছিল যে, গোল আর পরিশোধ হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এ শঙ্কা নিয়ে তারা বিরতিতে গিয়েছিল। আর বিরতির পর মাঠে আসার পর যেনো তারা জাদুকরের স্পর্শ পায়। আর তাতে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে। ৫৩ মিনিটে পুতেলাস সেগুরা পেনাল্টি থেকে গোল করেন। ৮১ মিনিটে গোলের খাতায় নাম লেখান পিনা। আর শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে রিয়ালের ফেরার স্বপ্নে শেষ পেরেকটি পুঁতে দেন প্রথম গোলদাতা সেগুরা।
অন্য ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কাতোতো। ম্যাচের ১৯ ও ৭১ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তবে ৮৩ মিনিটে বুহি গোল করে বায়ার্নেও কিছুটা সম্ভাবনা জিইয়ে রেখেছে বায়ার্ন।