logo
আপডেট : ২৩ মার্চ, ২০২২ ১৭:২৬
পারিবারিক মান অভিমানের নাটক ‘মেঘনা আকাশ’

পারিবারিক মান অভিমানের নাটক ‘মেঘনা আকাশ’

নির্মিত হয়েছে নতুন একটি একক নাটক ‘মেঘলা আকাশ’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য প্রমুখ। ইকন বাবুর প্রযোজনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।


নাটকটির গল্পের মন্তব্য- আকাশ হচ্ছে গল্পের নায়ক, একদিন আকাশ তার ভাবির (রিমি) সাথে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়, মেঘলা হচ্ছে গল্পের নায়িকা। যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়, আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে।


পরক্ষণে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না। আকাশের দাবি ভাবির মানসম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বোঝানোর চেষ্টা করার পরও আকাশ আর বুঝতে চায় না। আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে।


এদিকে আকাশ আর মেঘলাকে একই রুমে রাখা হয়। আকাশ এবং মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দুজন আলাদা আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা আবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এভাবে তাদের মধ্যে মান-অভিমান চলতে থাকে। এভাবে গল্প এগোতে থাকে ‘মেঘলা আকাশ’ নাটকের।


নির্মাতা জানান, গ্রিন ওয়েব এন্টারটেইনমেন্ট পরিবেশিত খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।