বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া গ্রামের আবু সাঈদ কাজীকে হত্যার দায়ে তারই সন্তান তুহিন কাজীর মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা সে বিষয়ে আগামী ২৭ মার্চ রায় দেবে হাইকোর্ট।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও তুহিন কাজীর করা আপিলের ওপর গতকাল বুধবার শুনানি শেষ হওয়ায় রায়ের দিন ঠিক করেছেন আদালত।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ ও শেখ ওয়াহিদুজ্জামান দিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী।
পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ৫ আগস্ট ভোরে পিতা আবু সাঈদ কাজীকে হত্যা করে তুহিন কাজী। এ ঘটনায় নিহতের মেয়ে সুমি আক্তার আপন ভাই তুহিন কাজীকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলার বিচার শেষে ২০১৬ সালের ৩০ আগস্ট বাগেরহাটের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।