logo
আপডেট : ২৪ মার্চ, ২০২২ ১৫:০৮
আ. লীগের সম্মেলনে হামলার মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো

আ. লীগের সম্মেলনে হামলার মামলায়  চেয়ারম্যান গ্রেপ্তার

পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই চেয়ারম্যানকে আটক করে বাঘা থানা পুলিশ। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মেরাজ রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার বাড়ি পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত ২১ মার্চ আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এ মামলায় ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে বাসযোগে মেরাজ রাজশাহী ছাড়ছেন এমন তথ্যে শিরোইল বাসস্ট্যাড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বাঘা থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’