logo
আপডেট : ২৪ মার্চ, ২০২২ ১৭:৪৮
বিএনপি নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না: হানিফ
কক্সবাজার প্রতিনিধি

বিএনপি নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না: হানিফ

বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

বিএনপি নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত প্রতিনিয়ত মিথ্যাচার করছে। মির্জা ফখরুল বারবার দুর্নীতির কথা বলছেন। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের দলের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির কারণে দণ্ডিত; তারেক রহমানও পলাতক। সেই দলের নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না।’

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উম্মুক্ত মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে এই সাংসদ বলেন, ‘দেশের মানুষ ভালো থাক আপনারা (বিএনপি) কি তা চান না? এই দেশ তো আপনাদেরও। আপনারা উন্নয়ন করতে পারেননি। ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে আপনাদেরও এই উন্নয়নের ধারায় শামিল হওয়া উচিত।’

জাতির পিতা বঙ্গবন্ধুর কথা টেনে হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে এ দেশের মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধে জয়লাভ করে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। মাত্র সাড়ে ৩ বছরে তিনি দেশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন। তার মনোবল সবসময়ই ছিল অটুট।’

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব ও মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। তার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্য বদলে যাচ্ছে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

জাতীয় সংগীত, জাতীয়-দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।