logo
আপডেট : ২৫ মার্চ, ২০২২ ১০:২৭
জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

ভোটাভুটির ফল দেখা যাচ্ছে স্ক্রিনে। ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশসহ ১৪০টি দেশ প্রস্তাবটি পক্ষে ভোট দিয়েছে।

গত বুধবার প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। প্রস্তাবের ওপর ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ঠিক এক মাসের মাথায় এ প্রস্তাব পাস হলো। রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে যে গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেজন্য রাশিয়ার সমালোচনা করা হয় প্রস্তাবে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। 

ইউক্রেনে হামলা বন্ধে এর আগে গত ২ মার্চ প্রস্তাব পাস হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। তখন সে প্রস্তাবের পক্ষে ১৪১ দেশ ভোট দিয়েছিল; ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

প্রস্তাবটি সম্পর্কে বুধবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেনের প্রস্তাবে সহিংসতা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানানো হয়েছে। একই দিন ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া একটি প্রস্তাব উত্থাপন করলেও সেটি গৃহীত হয়নি।