ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফিরেছেন। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই সময় যাচ্ছে তার। এবার দেশের সেরা ওয়াটার পিউরিফায়ার প্রতিষ্ঠান ‘ওয়াটারবস’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢালিউড কুইনখ্যাত এই নায়িকা।
গত শুক্রবার সকালে উত্তরায় এক রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ সাইনিং অনুষ্ঠানের আয়োজন করে ওয়াটারবস কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আলম, বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভিসহ অন্যান্যরা।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে অপু বিশ্বাস বলেন, ‘ওয়াটারবসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ, বিশুদ্ধ পানির অন্য নাম জীবন, আর আমি আমার দর্শকদের ও দেশের মানুষদের এই ওয়াটারবসের মাধ্যমে এখন থেকে সেবা দিতে পারব। আমি বিশ্বাস করি, ওয়াটারবস গ্রাহকদের সম্পূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে মো. নাজমুল আলম তার বক্তব্যে ওয়াটারবসের সার্বিক সুবিধাগুলো তুলে ধরে বলেন, ‘পানি বিশুদ্ধকরণের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা পৃথিবীর লেটেস্ট প্রযুক্তি, পণ্যের গুণগত মান এবং আফটার সেলস সার্ভিসের দিকে সর্বোচ্চ নজর দেই। কাজেই ওয়াটারবস হবে গ্রাহকদের কাছে আস্থার জায়গা।'
তিনি আরও বলেন, 'দেশব্যাপী অসংখ্য আউটলেট করে এই সেবামূলক ব্যবসাটা নিয়ে আমরা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যেতে চাচ্ছি। যেন বিশুদ্ধ পানি থেকে কেউ বঞ্চিত না থাকে এবং বিক্রয় পরবর্তী সেবাটা যেন চাহিবা মাত্র পেতে পারে।'
প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এ দিকে মুক্তির অপেক্ষায় আছে নায়িকার ‘ছায়াবৃক্ষ’। অনুদানের এই সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।