logo
আপডেট : ২৭ মার্চ, ২০২২ ১৬:১৭
ডিবি পুলিশের ভাষ্য
বিশেষ সুবিধা পেতে টিপু হত্যার মিশনে নামে আকাশ
নিজস্ব প্রতিবেদক

বিশেষ সুবিধা পেতে টিপু হত্যার মিশনে নামে আকাশ

মাসুম মোহাম্মদ আকাশ

রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার কন্ট্রাক্ট কিলিংয়ের কাজটি পাঁচ দিন আগে পায় মাসুম মোহাম্মদ আকাশ। আর ৩ দিন আগে নাম পায় কাকে খুন করতে হবে। ঘটনার আগের দিন টিপুকে কমলাপুরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় সে। এ হত্যাকাণ্ডের জন্য আগের কয়েকটি মামলা তুলে নেওয়াসহ বিশেষ সুবিধা দেওয়ার চুক্তিতে কিলিং মিশনে নামে আকাশ।

রোববার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, ঘটনার আগের দিন জাহিদুল ইসলাম টিপুকে তার কমলাপুরের রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার রাস্তায় অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেয় সে। কিন্তু বেশি লোকজন থাকায় ব্যর্থ হয়। এ হত্যাকাণ্ডের জন্য টাকা নয়, আগের কয়েকটি মামলা তুলে নেওয়াসহ বিশেষ সুবিধা দেওয়ার চুক্তিতে কিলিং মিশনে নামে আকাশ।

পুলিশ জানায়, রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করেছে মাসুম মোহাম্মদ আকাশ। আকাশের এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিও নিহত হন।

এ কে এম হাফিজ আক্তার বলেন, মোটরসাইকেলে এসে টিপুকে লক্ষ্য করে আকাশ নিজেই গুলি করে। অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে আবার বাইকে করেই স্থান ত্যাগ করে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

তিনি বলেন, ঘটনার আগের দিন কমলাপুর এলাকায় জাহিদুল ইসলামের অফিসের আশপাশে ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে 'রেকি' করে আকাশ। সেদিন জাহিদুলকে হত্যায় সফল না হওয়ায় তারা পরদিনও মোটরসাইকেল নিয়ে তাকে হত্যার চেষ্টা করে এবং সফল হয়।

এ কে এম হাফিজ আক্তার জানান, ঘটনার পরদিন জয়পুরহাটে চলে যায় আকাশ। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর সে বগুড়ায় চলে আসে। বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, হত্যার মোটিভ, মোটরসাইকেল, পিস্তল উদ্ধার ও সহযোগিদের বিষয়ে তথ্য জানার জন্য রিমান্ডের আবেদন জানিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান জামাল প্রীতি।