logo
আপডেট : ২৭ মার্চ, ২০২২ ১৮:৫৩
মিনুর ভাগ্যে মেলেনি টিসিবির পণ্য
সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি


মিনুর ভাগ্যে মেলেনি টিসিবির পণ্য

টিসিবির পণ্য কিনতে না পেরে এক দৃষ্টিতে ট্রাকের দিকে তাকিয়ে আছেন অসহায় মিনু বেগম

‘টিসিবির মাল দিবাইছে। হামার নাহান মেলা মানুষ টিসিবির মাল পায় নাই। হামরা নাকি টিসিবির মাল কিনবার পাবার নই। গরিব মানুষ হইলে যা হয়। মেম্বার আইডি কার্ড নিছে, মোবাইল নাম্বারও নিছে, কিন্তু কার্ড দেয় নাই। মাথার উপর আল্লাহ আছে, তিনি সব দেখেন।'

রোববার (২৭ মার্চ) সকালে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। সেখানে টিসিবির পণ্য কিনতে না পেরে আক্ষেপ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন পাঁচগাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিলপাড়া এলাকার ভূমিহীন মো. নামদেল আলীর স্ত্রী মিনু বেগম (৩৫)।

সরেজমিনে তখন দেখা যায়, পণ্যবাহী ট্রাক ঘিরে টিসিবি কার্ডধারী উৎসুক জনতার ভিড়। এদের মধ্যে দুস্থদের মুখ চোখে পড়লেও তারা সচ্ছল ব্যক্তিদের কাছে কোনঠাসা ছিল। অনেক দুস্থ কার্ড না পেয়ে চোখে পানি নিয়ে পণ্যবাহী ট্রাকের দিকে তাকিয়ে ছিল। শুধুমাত্র আক্ষেপ প্রকাশ করা ছাড়া কিছুই যেন করার নেই।

এ বিষয়ে জানতে চাইলে সদরের পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ‘আমরা দুস্থদের মাঝেই টিসিবির পণ্য বিক্রি করছি। এখানে সচ্ছল পরিবারগুলোর টিসিবির পণ্য পাওয়ার সুযোগ নাই।'

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হাসান বলেন, ‘যদি কোনো দুস্থ টিসিবির পণ্য না পেয়ে থাকে, এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা প্রয়োজনীও ব্যবস্থা নিব।’