logo
আপডেট : ২৭ মার্চ, ২০২২ ১৯:০৪
আজও মৃত্যু নেই, শনাক্ত ৪৩
নিজস্ব প্রতিবেদক

আজও মৃত্যু নেই, শনাক্ত ৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার নেমেছে শুন্য দশমিক ৫৪ শতাংশে। গত চার দিন ধরে করোনায় দেশে কারো মৃত্যু হয়নি।

দেশে করোনা শনাক্তের হার দিন দিন কমছে। গত ২৪ ঘন্টায় ৫৪ জেলায় কারো করোনা শনাক্ত হয়নি। ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের।

রোববার (২৭ র্মাচ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডিসেম্বরের শেষে বাড়তে থাকা করোনায় মৃত্যু শুন্যে নামে ১৫ মার্চ। ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। এরপর ১৮ মার্চ দুইজনের মৃত্যুর খবর জানা যায়। ১৯ মার্চ কেউ মারা যায়নি। ২০ মার্চ তিন জনের মৃত্যু হয়। ২১ ও ২২ মার্চ কেউ মারা যায়নি। ২৩ মার্চ একজনের মৃত্যু হয়। ২৪ মার্চ থেকে চার দিন করোনায় দেশে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৭ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৩ জন। এর মধ্যে শুধু ঢাকায় ২২ জন, গোপালগঞ্জে দুইজন, কিশোরগঞ্জ চার জন, নরসিংদিতে একজন। চট্টগ্রাম বিভাগে চার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় একজন, কক্সবাজার দুইজন, চাঁদপুর একজন। রাজশাহী বিভাগে শনাক্ত হওয়া তিন জনের একজন সিরাজগঞ্জে ও দুইজন বগুড়ায়। সিলেটে শনাক্ত হয়েছে তিন জন। রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগে কারো কারোনা শনাক্ত হয়নি।

দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৭ জন।