logo
আপডেট : ২৮ মার্চ, ২০২২ ১৪:২৩
অস্কার-২০২২: এক নজরে বিজয়ীরা

অস্কার-২০২২: এক নজরে বিজয়ীরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম আসর।

বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারের আসরে বিজয়ীরা হলেন:


সেরা সিনেমা ও সেরা অনূদিত (অ্যাডাপ্টেড) চিত্রনাট্য: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন
সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার
সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস
সেরা এনিমেটেড সিনেমা: অ্যানচ্যান্টো
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টেমি ফে
প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল ইফেক্ট, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ও সম্পাদনা: ডুন
মৌলিক সঙ্গীত: ডুন
সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবলর
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা