logo
আপডেট : ২৮ মার্চ, ২০২২ ১৫:০৯
টিপু হত্যা: আকাশের ১৫ দিনের রিমান্ড আবেদন
আদালত প্রতিবেদক,ঢাকা

টিপু হত্যা: আকাশের ১৫ দিনের রিমান্ড আবেদন

মাসুম মোহাম্মদ আকাশ (মাঝে)

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশকে জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৮ মার্চ) ডিবির তদন্ত কর্মকর্তা এই রিমান্ড আবেদন করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার সদস্য জামাল হোসেন ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামাল হোসেন জানান, সোমবার দুপুর ১টার দিকে আকাশকে আদালতে আনা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে।

এর আগে, রোববার (২৭ মার্চ) মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

টিপুকে সরাসরি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আকাশ। হত্যাকাণ্ডের পর আকাশ দেশ ত্যাগ করতে সীমান্ত এলাকায়ও চলে গিয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

রোববার (২৭ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।