logo
আপডেট : ২৮ মার্চ, ২০২২ ১৯:৩৪
অর্থ আত্মসাৎ
সাবেক ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি

সাবেক ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

নোয়াখালী স্পেশাল জজ আদালত

লক্ষ্মীপুরে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় নাছির উদ্দিন মাহমুদ নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুটি ধারায় তাকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ড দেন। এ সময় কারাদণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ আদালতে অনুপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখার সাবেক এক্সিকিউটিভ অফিসার এবং লক্ষ্মীপুরের দত্তপাড়ার আবদুল মান্নানের ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কাশেম জানান, ২০১৫ সালে রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্যাংকের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে ২১ লাখ আট হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন নাছির উদ্দিন মাহমুদ। পরে নাছির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন ওই ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহ নেওয়াজ। দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান শিকদার মামলাটি তদন্ত শেষে নাছির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।