ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সফরটা বাস্তবে রূপ নিতে পারেনি। অবশেষে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে আসছে। সফরকারী দল তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নেবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) জানিয়েছে।
তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। আট তারিখ থেকে শুরু হয়ে একদিন পরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে পৌঁছাবে।
সফরের বিষয়টি চূড়ান্ত হলে এখনো কিছু বিষয় নিয়ে দ্বিধা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলকে কোয়ারেন্টাইন পালন করতে হবে কিনা সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বায়োবাবলের বিষয়েও এখনো কিছু জানানো হয়নি। এদিকে পিসিবি আরো জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সঙ্গে একটি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সম্মত হয়েছে। তবে সিরিজটি এখনই নয়,আগামী বছরের শুরুতে যে কোনো সময় অনুষ্ঠিত হবে।
মূলত এবারের ওয়ানডে সিরিজটি গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিরিজে অংশ নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানেও পৌঁছেছিল। সে সময় তারা তিনটি টি-২০ ম্যাচ খেলার পর করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরে গিয়েছিল। টি-২০ সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের সফর চূড়ান্ত হওয়ায় পাকিস্তান নিজ দেশে ব্যস্ত সময় পার করছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর একের পর এক সিরিজ খেলে চলেছে দেশটি। বর্তমানে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে রয়েছে। সফরে তারা এরই মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। সফরে তারা তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এছাড়া সফরসূচীতে একটা টি-২০ ম্যাচও রয়েছে। এ বছরের শেষের দিকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকিস্তান সফরে আসবে।