আপডেট : ২৯ মার্চ, ২০২২ ১২:৪৯
ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রিপন মিয়া, রুকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস ও আসাদ মিয়া।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, ‘ধর্ষণের অপরাধে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের ফলে দেশে ধর্ষণের প্রবনতা কমে আসবে।’