logo
আপডেট : ২৯ মার্চ, ২০২২ ১৩:৫০
পুকুরে মিলল ৯ ফুট লম্বা কুমির
বাগেরহাট প্রতিনিধি


পুকুরে মিলল ৯ ফুট লম্বা কুমির

উদ্ধার হওয়া কুমির

বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকায় ইস্রাফিলের বসতবাড়ির পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ওই পুকুরে কুমিরটির দেখা মিলে। এই পুকুরের সঙ্গে কৈচোর খালের সংযোগ রয়েছে।

সুন্দরবন বিভাগের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, সকালে পুকুরে ওজু করতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে কুমিরটি। পরে এলাকার লোকজন জাল দিয়ে কুমিরটি ধরে করমজল ফরেস্ট অফিসার আজাদ কবিরকে খবর দেন। এরপর তিনি এসে কুমিরটি নিয়ে যান। কুমিরটি ৯ ফুট লম্ব। ১০ থেকে ১৫ বছর বয়স হতে পারে। এটি লোনা পানির কুমির।

কুমিরটিকে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।