logo
আপডেট : ২৯ মার্চ, ২০২২ ১৭:৫৬
ইয়ংয়ের সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের
ক্রীড়া ডেস্ক

ইয়ংয়ের সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের

ব্যাটার উইল ইয়ংয়ের অনবদ্য সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক নিউজিল্যান্ড। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। ইয়ং অপরাজিত ১০৩ রান করেন। মাউন্ট মঙ্গানুইতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নেদারল্যান্ডস। নিউজিল্যান্ড পেসারদের তোপের মুখে পড়ে একপর্যায়ে ৪৫ রানেই ৫ উইকেট হারায় ডাচরা। এ অবস্থায় দলের হাল ধরেন মাইকেল রিপ্পন ও অধিনায়ক পিটার সিলার। ষষ্ঠ উইকেটে দুজনে ১৩২ বলে ৮০ রান তোলেন। সিলার ৪৩ রানে থামলেও, ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন রিপ্পন। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৬৭ রান করেন তিনি।

৯৭ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন রিপ্পন। ফলে ৪৯.৪ ওভারে ২০২ রানের সম্মানজনক স্কোর পায় নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হওয়া ব্লেয়ার টিকনার ৫০ রানে ৪ ও কাইল জেমিসন ৪৫ রানে ৩ উইকেট নেন। ২০৩ রানের লক্ষ্যে শুরুতে উইকেট হারালেও, হেনরি নিকোলস ও ইয়ং দ্বিতীয় উইকেটে দলের জয়ের ভীত গড়ে দেন। ১৭১ বলে ১৬২ রান যোগ করেন তারা। নিকোলস ৫৭ রানে আউট হলেও, ৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান। অধিনায়ক টম লাথামকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ইয়ং। ১১৪ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন তিনি। ৮ রানে অপরাজিত থাকেন লাথাম। ৪ নম্বরে নেমে ১১ রানে আউট হন শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামা রস টেইলর। আগামী ২ এপ্রিল হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটি আইসিসি বিশ^কাপ সুপার লিগের অংশ।