logo
আপডেট : ৩০ মার্চ, ২০২২ ১৩:৪৯
বঙ্গবীর কাদের সিদ্দিকীর গল-ব্লাডারের পাথর অপসারণ
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবীর কাদের সিদ্দিকীর গল-ব্লাডারের পাথর অপসারণ

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের গল-ব্লাডারের পাথর অপসারণে সফল অস্ত্রোপাচার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে।

বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সার্জারি বিভাগে বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী তার গল-ব্লাডারের পাথর অপসারণ করেন। নিবিড় পর্যবেক্ষণের জন্য একদিন তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেটে ব্যথা নিয়ে গত ২০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন কাদের সিদ্দিকী। একই হাসপাতালে গত বছরের সেপ্টেম্বরে আলট্রাসনোগ্রাম করার পর তার গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন কাদের সিদ্দিকী।