logo
আপডেট : ৩০ মার্চ, ২০২২ ১৫:২৪
সেচের পানি না পেয়ে আত্মহত্যা: দুই কৃষকের বাড়িতে কৃষকদল
রাজশাহী ব্যুরো

সেচের পানি না পেয়ে আত্মহত্যা: দুই কৃষকের বাড়িতে কৃষকদল

কেন্দ্রীয় কৃষকদলের প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহত অভিনাথ মার্ডির স্ত্রী

রাজশাহীতে সেচের পানি না পেয়ে আত্মহননকারী দুই কৃষকের পরিবারের সঙ্গে দেখা করেছে কেন্দ্রীয় কৃষকদলের প্রতিনিধি দল।

বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় রাজশাহী থেকে গোদাগাড়ীর নিমঘুটু গ্রামে যান কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনসহ চার নেতা। তারা নিহত কৃষক অভিনাথ মার্ডি ও চাচাতো ভাই রবি মার্ডি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও আর্থিক সাহায্য করেন।

আরো পড়ুন: বিষপানে দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

এ সময় কেন্দ্রীয় নেতারা জানান, ওই পরিবারের সঙ্গে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তাদের ক্ষতি কেউ পুষিয়ে দিতে পারবে না। কর্তৃপক্ষ কৃষকদের পানি না দেওয়ায় এত বড় ঘটনা ঘটেছে। দুটো তাজা প্রাণ ঝরে গেছে, এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে। আমাদের দলের পক্ষ থেকে তাদের পরিবারকে সহযোগিতা করেছি। আমরা তাদের পাশে থাকবো।

আরো পড়ুন: জমিতে সেচের পানি না পেয়ে বিষপান, মারা গেলেন অপর কৃষকও

এর আগে গত ২৩ মার্চ ধানের জমিতে বিএমডিএর গভীর নলকূপের পানি না পেয়ে দুই কৃষক অভিনাথ ও রবি কীটনাশক পান করেন। ওইদিনই অভিনাথ মারা যান। পরে ২৫ মার্চ রাতে রবি মার্ডি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আরো পড়ুন: বরেন্দ্র অঞ্চলের দুঃখ পানি?