logo
আপডেট : ৩০ মার্চ, ২০২২ ১৯:১৮
রাশিয়ার আগ্রাসন কমানোর ইঙ্গিতে তেলের দাম নিম্নগামী

রাশিয়ার আগ্রাসন কমানোর ইঙ্গিতে তেলের দাম নিম্নগামী

ইউক্রেনে আক্রমণের তীব্রতা কমিয়ে আনার ব্যাপারে রাশিয়া ইঙ্গিত দেওয়ার পরপরই বিশ্ব বাজারে কমতে শুরু করেছে তেলের দাম।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার মধ্যে এবং চলমান ইউক্রেন সংঘাত কমে যাওয়ার সংকেতের মধ্যে তেলের দামের এই অবনমন হয়েছে বলে বলছেন বিশ্লেষকরা।

নিউইয়র্কে তেলের দাম প্রতি ব্যারেলে অন্তত ৭ ডলারেরও বেশি কমেছে। ফলে সেখানে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে গেছে।

রাশিয়ার প্রধান আলোচক জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ের একটি বৈঠক আয়োজনের ইচ্ছা তাদের রয়েছে।

কানাডার সিআইবিসি প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের সিনিয়র এনার্জি ট্রেডার রেবেকা বেবিন বলেন, ‘ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা তেলের বাজার অতিমাত্রায় অস্থির হওয়ার কারণে অশোধিত তেলের ওপর থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করেছেন। এই জন্য তেলের মূল্য কমতে শুরু করেছে।’

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না।

সূত্র : আল জাজিরা