logo
আপডেট : ৩১ মার্চ, ২০২২ ১৫:৫৯
কবরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
মানিকগঞ্জ প্রতিনিধি

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

কঙ্কাল চুরির পর উৎসুক জনতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডি গ্রামের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতের কোনো এক সময় বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডি এলাকার জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। সকালে খাদেম আবুল হোসেন কবরগুলো পরিষ্কার করার জন্য কবরস্থানে গেলে দুর্গন্ধ পেয়ে তিনি স্থানীয়দের জানালে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা আসেন।

ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘নতুন কবরগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নয়টি কবর থেকে কঙ্কালের অংশবিশেষ চুরি হয়েছে। বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি গর্হিত কাজ। আমরা দোষীদের খুঁজে বের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

২০১৬ সালে ২৬ শতাংশ জমির উপর জান্নাতুল বাকী কবরস্থান প্রতিষ্ঠিত হয়। এ কবর স্থানে মোট ৫৩ জনের লাশ দাফন করা হয়েছে।