logo
আপডেট : ৩১ মার্চ, ২০২২ ১৭:৩১
উইকেটশূন্য প্রথম সেশন

উইকেটশূন্য প্রথম সেশন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট

উইকেটের গতি প্রকৃতি বুঝেই টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ডারবান টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে অধিনায়কের সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি বোলাররা। প্রথম সেশন বিনা উইকেটেই কাটিয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২৫ ওভার খেলা হয়েছে প্রথম সেশনে। দলটির রান ৯৫।

ম্যাচ বেলা দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সাইটস্ক্রিন সমস্যার কারণে তাতে দেরি হয়। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনটা ভালোমতোই কাটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার।

তাসকিন ও এবাদত বল হাতে শুরু করেন ইনিংস। এরপর যোগ দেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু বিধিবাম, ২৫ ওভারের মধ্যেও ওপেনিং জুটি বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশের বোলাররা।
টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি করে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। ৭৬ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চার, রান ৬০। তার সঙ্গে অপরাজিত আছেন সারেল আরইউ। ৭৬ বলে পাঁচ চারে তার রান ৩২।

বল হাতে সর্বোচ্চ ৯ ওভার বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ। এক মেডেনে রান দিয়েছেন ৩১। নেই কোন উইকেট। এবাদত সাত ওভারে এক মেডেনে দিয়েছেন ৩৯ রান। ৫ ওভারে কোন মেডেন ছাড়া ১৫ রান দেন খালেদ। ৪ ওভারে মিরাজ দেন ৯ রান।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াডে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ার কারণে তিনি বাইরে। একাদশে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।