logo
আপডেট : ৩১ মার্চ, ২০২২ ১৭:৫০
দন্ত চিকিৎসক হত্যা: ৪ 'ছিনতাইকারী' রিমান্ডে
আদালত প্রতিবেদক

দন্ত চিকিৎসক হত্যা: ৪ 'ছিনতাইকারী' রিমান্ডে

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক দন্ত চিকিৎসক খুনের মামলায় ৪ 'ছিনতাইকারী'র চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে
 আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন-রায়হান ওরফে আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান ওরফে হাফিজুল ও সোলাইমান।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, 'আসামিরা' সংঘবদ্ধ ছিনতাইকারী। ছিনতাই করা তাদের নেশা ও পেশা। তারা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অপরাধ কার্যে ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে।

এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এর কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। অভিযুক্তরা ভিকটিমকে কেন, কি কারণে হত্যা করেছে, ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা, ঘটনার মূল রহস্য উদঘাটন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

বাদীপক্ষে অ্যাডভোকেট তুহিন হাওলাদার অভিযুক্তদের সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৭ এপ্রিল ধার্য করেছে আদালত।