logo
আপডেট : ১ এপ্রিল, ২০২২ ২১:০১
মৃত্যু নেই, শনাক্ত ৮১ জন
নিজস্ব প্রতিবেদক

মৃত্যু নেই, শনাক্ত ৮১ জন

করোনা ভাইরাস

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। আগের দিন ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭৩ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৩১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৭৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা জেলায় (মহানগরসহ) ৪ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৩ জন। শনাক্তের হার দশমিক ৯০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৭৩ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৯৩ জন।

দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ।