logo
আপডেট : ৩ এপ্রিল, ২০২২ ০৮:২৬
পেনাল্টিতে জোড়া গোল বেনজেমার
ক্রীড়া ডেস্ক

পেনাল্টিতে জোড়া গোল বেনজেমার

বিশ্বকাপ বাছাই পর্ব শেষে ক্লাব ফুটবল আবার সরগরম হয়েছে। ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। আর তাতেই লা লিগায় শনিবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোকো ২-১ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। বেনজেমা দুটো গোলই করেছেন পেনাল্টিতে।

এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা হাতের নাগালেই দেখতে পাচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি রয়েছে ১২টি ম্যাচ। ফলে লিগ শিরোপা জয় করতে আর খুব বেশি পয়েন্ট প্রয়োজন হবে না রিয়াল মাদ্রিদের। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৯। আর ২৯ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৭।

পেনাল্টি গোল থেকেই হ্যাটট্রিক পূর্ণ করতে পারতেন বেনজেমা। কিন্তু হয়নি। অন্য পেনাল্টি থেকে গোল করতে পারেননি বেনজেমা। তবে ম্যাচে হারের জন্য সেল্টা ভিগো ভাগ্যকে দোষারোপ করতে পারে। একের পর এক পেনাল্টির শাস্তির নিচে মাথা পেতে দিতে হয়েছে। অন্যদিকে অফসাইডের ফাঁদে পড়ে গোল পায়নি তারা।

১৯ মিনিটে রিয়াল মাদ্রিদ প্রথম গোল পায়। পেনাল্টি কিক থেকে বেনজেমা গোলটি করেন। প্রথমার্ধেই সেল্টা ভিগো গোল পরিশোধের সুযোগ পেয়েছিল। সুযোগটি কাজে লাগিয়ে তারা গোলও করেছিল। কিন্তু লাইন্সম্যানের চোখে সেল্টা ভিগো অফসাইডের সুযোগ কাজে লাগিয়ে গোল করায় তা বাতিল করা হয়। তবে সেল্টা ভিগোকে গোল পরিশোধ থেকে দূরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই তারা গোল পরিশোধ করে। ৬৯ মিনিটে বেনজেমা পেনাল্টি থেকে গোল করে উৎসবে মাতেন। সে সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। অবশ্য এ গোলের আগে পেনাল্টি বেনজেমাকে হতাশায় ডুবিয়েছিল। কেননা এর আগে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি। তার শট গোলরক্ষক মাতিয়াস দিতুরা রুখে দেন।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবু কর্তোয়া বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ এক জয়। সেল্টা সবসময়ের জন্য কঠিন এক প্রতিপক্ষ। এখানে আমাদের জন্য প্রত্যেকটি ম্যাচই কঠিন হয়ে দাঁড়ায়। যোগ্য দল হিসেবে আমরা জয়ী হয়েছি কিনা আমি জানি না, তবে প্রথমার্ধে বড় দুটো সেভ করতে হয়েছে আমাকে। যাহোক আমরা তাদের বিপদ সীমানায় চড়াও হওয়ার চেষ্টা করেছি তারই সুবাদে তিনটি পেনাল্টি পেয়েছি। আমার বিশ্বাস পেনাল্টিগুলো নিয়ে কোনো বিতর্ক নেই।’

থিবু কর্তোয়ার দাবি সত্যি। কেননা সেল্টা ভিগোর খেলোয়াড় ইয়াগো আসপাস তেমনটাই বলেছেন। তিনি বলেন, আমার মনে হয় প্রথম দুই পেনাল্টি নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তৃতীয়টির ব্যাপারে কিছু কথা থাকতে পারে।’

এদিকে লিগ শিরোপা অনেকটা নিশ্চিত হওয়ায় রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ হচ্ছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা চেলসির মুখোমুখি হবে। এ সম্পর্কে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবু কর্তোয়া বলেন, ‘সেল্টা ভিগোর বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। চেলসি ঘরোয়া ম্যাচে হেরেছে। তবে আশা করছি আমাদের বিপক্ষে তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। এটা আরো একটা কঠিন লড়াই হবে। তারা সবসময় কঠিন দল।’