রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় একটি হোটেলের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচ কর্মচারীর মধ্যে রাব্বি (২২) মারা গেছেন।
শনিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, রাব্বির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
শিয়া মসজিদ এলাকার নবাবী ভোজ হোটেল-রেস্টুরেন্টে ওই বিস্ফোরণ হয় গত রোববার বিকেল সাড়ে চারটার দিকে। এতে রাব্বি ছাড়াও দগ্ধ হন মো. হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২), আমিনুল ইসলাম (১৮) ও মিঠু (২৪)।
দগ্ধরা জানান, বিকেলে কাজ করার সময় হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের শব্দ পাওয়া যায়। এরপর তড়িঘড়ি করে তারা সেটি বন্ধ করার চেষ্টা করেন। তখনই বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা পাঁচ কর্মচারী আহত হন।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিনুলের ১৮, মিঠুর ১৫, হৃদয়ের ২ ও সাইফুলের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়। আমিনুল ও মিঠুকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।