logo
আপডেট : ৫ এপ্রিল, ২০২২ ০৮:৫৬
ডারবান টেস্ট
আম্পায়ারিং বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

আম্পায়ারিং বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ

শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ডারবান টেস্ট। প্রথম চারদিন বেশ ভালো উত্তেজনা ধরে রাখলেও শেষ দিনে সফরকারী বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করে। চতুর্থ ইনিংসে মাত্র ৫৩ রানে অল আউট হয়ে বড় হারের লজ্জায় ডোবে মমিনুল হকরা। ম্যাচ শেষ খেলোয়াড় চরম বৈষম্যের অভিযোগ এনেছেন। একদিকে স্লেজিংয়ের অভিযোগ এনেছেন ক্রিকেটাররা। একই সঙ্গে স্লেজিংয়ের বিষয়ে আম্পায়ারদের নীরব থাকার কথাও বলেছেন তারা। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে অভিযোগ করার কথা ভাবছে।

বাংলাদেশ এরই মধ্যে ওয়ানডে সিরিজে আম্পায়ারিংয়ের ব্যাপারে অভিযোগ এনেছে। তবে টেস্টেও ব্যাপারে আরো কিছু অভিযোগ যোগ করতে চায়। বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা একদিনের সিরিজে আম্পায়ারিং বিষয়ে এরই মধ্যে একটা অভিযোগ দায়ের করেছি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে বির্তক করেছেন। সে সময় আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি। আমরা টেস্ট ম্যাচের বিষয় আবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবো।

বাংলাদেশের অধিনায়ক মমিনুল হকও এ ব্যাপারে কথা বলেছেন। শুধু অধিনায়ক নন, অভিযোগের বিষয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ঠোঁট মিলিয়েছেন। অধিনায়ক মমিনুল হক বলেন, ‘ক্রিকেটে স্লেজিং স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের মনে হয়েছে আম্পায়ার এ বিষয়ে মনোযোগই দেননি। ম্যাচের আম্পায়ারিংয়ের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নয়। কিন্তু আমার মনে হয় আইসিসি’র নিরপেক্ষ আম্পায়ারিংয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত।’

রোববার চতুর্থ দিনের ম্যাচের শেষে খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করেন। অন্যদিকে ব্যক্তিগত কারণে আগেভাগে সিরিজ শেষ করা সাকিব আল হাসান এক টুইটে নিরপেক্ষ আম্পায়ারিংয়ের প্রতি মনোযোগী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় একাধিকবার এলবিডব্লিউয়ের আবেদন করেছে। বিশেষ করে ওই ইনিংসের প্রথম দুই সেশনে। কিন্তু আম্পায়ার আবেদনের প্রতি খুব বেশি মনোযোগী হননি। ডিন এলগারের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করলেও আম্পায়ার মারাইস এরাসমাস তাতে কান দেননি। ১৯তম ওভারে ব্যাটার সারেল এরউইয়ের বিপক্ষে আম্পায়ার অড্রিয়ান হোল্ডস্টকের নট আউট সিদ্ধান্ত বাংলাদেশ গ্রহণ করেনি। ফলে রিভিউ নিয়ে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করে।

২৬তম ওভারে ব্যাটার কিগান পিটারসেনের বিপক্ষে খালেদ আহমেদের এলবিডব্লিউয়ের আবেদনও আম্পায়ার এড়িয়ে যান। বাংলাদেশ অবশ্য এবার রিভিউ নেয়নি।