logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২২ ০২:৩৬
শাহজালালে ছয় হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ছয় হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উদ্ধার করা ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। আটকরা হলো- সাদ্দাম হোসেন (১৫)ও মো. আমিন (১৪)।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে নিয়মিত টহল চলাকালীন সময়ে বিমানবন্দর সংশ্লিষ্ট এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে তাদের ঘোরাঘুরি করতে দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহলদলের সন্দেহ হয়।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। এতে সন্দেহ বাড়ায় তাদেরকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে এসে তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের দুইজনের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছে।

আটক সাদ্দামের পিতার নাম মো. সেলিম এবং মো. আমিনের পিতার নাম সালাম বলে জানা যায়।

তারা দুজনই টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরো জানায়, ঢাকায় অবস্থানরত একজনের কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কাজে এসেছিল তারা।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।