logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২২ ০৯:২৭
অ্যাতলেতিকো হারিয়ে সিটির উল্লাস
ক্রীড়া ডেস্ক

অ্যাতলেতিকো হারিয়ে সিটির উল্লাস

কেভিন ডি ব্রুইনের চমৎকার গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা একমাত্র গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে। ৭০ মিনিটে ফিল ফোডেনের সহযোগিতায় ম্যাচের একমাত্র গোলটি করেন ডি ব্রুইন। আমি বুধবার ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে অনুষ্ঠিতব্য খেলায় কোন দল সেমিফাইনালের টিকেট পাবে তা ঠিক হবে।

বর্তমান দুই লিগ চ্যাম্পিয়নের লড়াই দেখার জন্য উত্তেজনার কমতি ছিল না দর্শকের। শুরু থেকেই স্বাগতিক ম্যানচেস্টার সিটি ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল। দলের দখল রেখেছিল যেমন বেশি সময় তেমনি আক্রমণ রচনার হারও ছিল বেশি। অন্যদিকে সফরকারী অ্যাতলেটিকো মাদ্রিদ রক্ষণভাগে বেশি মনোযোগী ছিল। তার জমাট এক রক্ষণভাগ তৈরি করে রেখেছিল। যার ফলে আক্রমণ রচনা করলেও মাদ্রিদের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি ম্যানসিটির আক্রমণভাগ।

তবে দ্বিতীয়ার্ধে ডিয়োগো সিমিওনের কৌশল পেপ গার্দিওলার কৌশলের কাছে মার খেয়ে যায়। ৬৮ মিনিটে ফিল ফোডেনকে মাঠে নামান গার্দিওলা। মাঠে নেমেই ম্যাচের ধারা বদলে দেন এই ইংলিশ খেলোয়াড়। দুই মিনিটের মাথায় মাদ্রিদকে চমকে দেন। তার চমৎকার পাস থেকে ডি ব্রুইন দলকে এগিয়ে নেন।

গোলদাতা ডি ব্রুইন বলেন, ‘প্রথমার্ধ খুবই কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছি। তার মধ্যে থেকে একটা সুযোগ আমরা কাজে লাগাতে পেরেছি। আমি দৌড় শুরু করেছিলাম। ফিল ফোডেন ঠিক জায়গায় আমাকে দেখতে পেয়েছিল। কাজটি ভালোভাবে করার দরকার ছিল। ভাগ্যক্রমে আমি তা করতে পেরেছি।’

ব্রুইন আরো বলেন, ‘ম্যাচটি তারা খুবই কঠিন করে তুলেছিল। তারা বেশিরভাগ সময় ডিফেন্সে পাঁচজন নিয়ে খেলেছে। আর মাঝ মাঠে তাদের পাঁচজন খেলোয়াড় ছিল। তারা ম্যাচটা অনুশীলন ম্যাচের মতো করে খেলতে চেয়েছিল।’

স্বাভাবিকভাবে এমন এক জয়ের পর খুশি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা কঠিন এক দলের মোকাবেলা করেছি। এ দলটির বিপক্ষে খেলা সত্যিই কঠিন। তবে আমরা ভালো একটা রেজাল্ট বের করতে পেরেছি। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যার ফলে তাদের বিপক্ষে খেলা মোটেও সহজ কাজ নয়। যাহোক আমরা এখন ফিরতি লেগের কথা ভাবছি। আমরা তাদের মাঠে যাব এবং গোল করার চেষ্টা করবো। আশা করছি আমরা আবার জয়ের দেখা পাব।’

এদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে স্বাভাবিকভাবেই হতাশ। তিনি বলেন, ‘আমরা যেভাবে প্রথমার্ধ খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। আমরা তাদের রক্ষণভাগে ফাটল ধরাতে পারিনি। তবে প্রথমার্ধের তুলনায় আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। তবে ম্যানসিটি বিশ্বের সেরা দল। নিজেদের মাঠে সাম্প্রতিক সময়ে তারা অনেক বেশি গোল করেছে। যাহোক খেলা এখনো শেষ হয়নি। এটা বিরতি। মাদ্রিদে ফিরতি লেগের খেলায় কি হয় তা দেখা যাক।’