রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
বিএনপির প্রয়াত নেতা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ২০২০ সালে দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান।
পুলিশের মতিঝিল জোনের উপ কমিশনার আব্দুল আহাদ জানিয়েছেন, ২০২০ সালের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন মতিঝিল থানায় আছেন।