logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২২ ১৫:১৮
বল হাতে মাশরাফির চার উইকেট
নিজস্ব প্রতিবেদক

বল হাতে মাশরাফির চার উইকেট

বোলিং করছেন মাশরাফি

খুব একটা খেলার মধ্যে নেই তিনি। তবে মাঠে নামলেই দেখান নিজের কারিকুরি। বল হাতে তোলেন গতির ঝড়। পান উইকেটের দেখাও। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তেমনটিই দেখা গেল মাশরাফির বেলায়।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এ দিন মিরপুরে লড়ছে লিজেন্ড অব রূপগঞ্জ ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেছে খেলাঘর। রূপগঞ্জের হয়ে বল হাতে চার উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বোলিং ইকোনোমিও ছিল পাঁচের নিচে।

বোলিংয়ে নেমে মাশরাফি শুরুতেই ফেরান খেলাঘরের ওপেনার হাসানুজ্জামানকে। শেষদিকে ইফতেখার সাজ্জাদকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানান। পরের বলে মাশরাফির শিকার মাসুম খান টুটুল। পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে নূর আলমকে ফিরিয়ে দুইশর আগেই খেলাঘরের ইনিংস গুটিয়ে দেন তিনিই। রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নিয়েছেন চিরাগ জনি।