logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২২ ১৭:৩০
বাস-টমটম-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩
সিলেট ব্যুরো

বাস-টমটম-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দুর্ঘটনা কবলিত স্থান

সিলেটের জৈন্তাপুরে বাস-টমটম-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, অপর দুজন টমটমের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাচহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান (৫৫), জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ রোকন উদ্দিন (৪৬) ও সিলেট সদর উপজেলার রুস্তমপুর গ্রামের মঞ্জুর আহমদ শিশু ছেলে তাহমিদ তাসিন (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস জাফলংয়ের দিকে যাচ্ছিল। হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি সরাসরি বাসের সামনে পড়ে। এ সময় বাসের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে টমটমের ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ওসি গোলাম দস্তগীর বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ দুজন মারা গেছেন।