logo
আপডেট : ৭ এপ্রিল, ২০২২ ১০:১৩
হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে আহত সাবিনা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে আহত সাবিনা মারা গেছেন

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে আহত সাবিনা (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৩ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, গত শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় হাজারীবাগ ঝাউচর এলাকার বাসায় রিকশাচালক স্বামী রাজার ছুরিকাঘাতে আহত হন সাবিনা। ঘটনার পরপরই একটি মামলা হয়। সেই মামলা এখন হত্যা মামলা হবে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে। সাবিনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বামী ও দুই সন্তানের সঙ্গে হাজারীবাগ ঝাউচর এলাকায় ইকবালের ভাড়াবাসায় থাকতেন দিনমজুর সাবিনা। তার ছেলে লিটন জানান, তার বাবা রাজা তেমন কিছু করেন না। মাঝে মাঝে রিকশা চালান। তবে প্রতিদিন মদ্যপান করে মায়ের সঙ্গে ঝগড়া করতেন। গত শুক্রবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মায়ের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।