রাজধানী ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ৯নং সুরমা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, যাত্রীসহ ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে আসার পর তেজগাঁও স্টেশন এলাকায় পৌঁছানোর আগেই ইঞ্জিন রুমে ধোঁয়া দেখতে পান চালক। বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হলে লাইন ক্লিয়ার করে দ্রুত ট্রেনটিকে ক্যান্টনমেন্ট স্টেশনে নিতে বলা হয়। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।