এ বছরই মুক্তি পাবে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিরীন শিলা। কিছুদিন আগে দোহারে শাহেদ শরীফ খান ও শিরীন শিলার গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে এই সিনেমার শুটিং শেষ হয়েছে।
গত মঙ্গলবার ‘বীরাঙ্গনা ৭১’-এর ডাবিংয়ে অংশ নেন শিরীন শিলা। সম্পাদনা ও ডাবিং পর্ব শেষ হলেই মুক্তির প্রক্রিয়ায় যোগ দেবে সিনেমাটি। একটি সূত্র জানিয়েছে, এ বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে পারে সিনেমাটি। এটি শিরীন শিলা অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা। শিলার বিপরীতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।
এ প্রসঙ্গে শাহেদ বলেন, দুর্দান্ত এক সিনেমা হচ্ছে ‘বীরাঙ্গনা ৭১’। শিলা ভালো অভিনয় করেন। আমি আশাবাদী, আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।’ শিলা বলেছেন, ‘সিনেমাটি মুক্তি পেলে আমার ক্যারিয়ারের মাইলফলক হয়ে থাকবে।
শাহেদ ভাইয়ের সঙ্গে এবারই প্রথম সিনেমায় অভিনয় করেছি। তিনি খুব সহযোগিতাপরায়ণ। আরেকজনের কথা না বললেই নয়, তিনি ফজলুর রহমান বাবু। এই সিনেমায় তিনি আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন।’