logo
আপডেট : ৭ এপ্রিল, ২০২২ ১৫:০৪
সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক

সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে: রিজভী

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালিতে বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।

মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের মানুষকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক র‌্যালি শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

সারা বিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ এই স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করে বিএনপি।

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা স্বাস্থ্যখাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালেও সেই চিত্র আরো পরিষ্কার হয়ে সামনে এসেছে।

এ সময় আমরা শাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি। মতিঝিলে হোটেল পূর্বানীতে এক আলোচনা সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, একটা ভালো চিকিৎসা সেবা যেন তৈরি হয় এ দেশে সেই অঙ্গীকার নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছে বিএনপি।