ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে বিচার স্থগিত করার আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত। একইসাথে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আদেশ দিয়েছে এই আদালত।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ৫৯ বছর বয়সী এই সাংবাদিককে হত্যা করা হয়।
এর আগে, গত সপ্তাহে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছিলেন মামলার আইনজীবী (প্রসিকিউটর)।
এই পরিপ্রেক্ষিতে তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বলেছিলেন যে, সরকার বিষয়টি অনুমোদন দেবে।
৩১ মার্চ মামলার আইনজীবীর অনুরোধ মঞ্জুর করে ইস্তাম্বুল আদালত।
বৃহস্পতিবার ইস্তাম্বুল আদালত বলেছে, আমরা মামলাটি স্থগিত করে সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, মানবাধিকার গোষ্ঠীগুলোর সতর্কতা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের আশঙ্কা, সৌদির কাছে হস্তান্তর করা হলে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়া হবে।
খাশোগি হত্যাকাণ্ডের সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্র: আল-জাজিরা