logo
আপডেট : ৮ এপ্রিল, ২০২২ ০৮:৫৩
দলকে সর্তক করলেন টমাস টুখেল
ক্রীড়া ডেস্ক

দলকে সর্তক করলেন টমাস টুখেল

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে চেলসির ভাগ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রথম লেগের ম্যাচে যেভাবে খেলা হয়েছে তা থেকে বের হয়ে না আসতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ এবারের মতো শেষ হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

বুধবার রাতে স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলায় করিম বেনজেমার কাছে নাস্তানাবুদ হয় চেলসি। বেনজেমা হ্যাটট্রিক করেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। আগের ম্যাচে তিনি প্যারিস সেন্ত জার্মেই বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তার হ্যাটট্রিকে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পেদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।

আগামী ১২ এপ্রিল বার্নাবুতে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হচে রিয়াল মাদ্রিদ ও চেলসি। তার আগে এমন ধাক্কায় টালমাটাল হয়ে পড়েছেন টুখেল। গত দুই ম্যাচে তার দল সাত গোল হজম করেছে। টুখেল বলেন, বর্তমান চ্যাম্পিয়ন দলটি এভাবে খেলতে পারে না। বিটি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাতকারে টুখেল বলেন, ‘যদি আমরা এভাবে খেলতে থাকি তাহলে প্রিমিয়ার লিগেও ভালো করতে পারবো না। শনিবার সাউদাম্পটনের বিপক্ষেও অবস্থা নাজুক হতে পারে।’

রিয়াল মাদ্রিদের কাছে প্রথম লেগের ম্যাচে হারের পর তিক্ত সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টুখেলকে। এখনো সম্ভাবনা দেখছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে টুখেল বলেন, ‘এদিনের এ ম্যাচের পর আর কোনো সম্ভাবনা দেখছি না। আমাদের সমস্যার সমাধান আমারদের করতে হবে। আন্তর্জাতিক ম্যাচের পর আমাদের কি হলো বুঝতে পারছি না। ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আমাদের যে অবস্থা হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একই অবস্থা হয়েছে। পাঁচ দিনে আমরা সাত গোল হজম করেছি। এটা অবশ্যই বাজে অবস্থা।’

টুখেল আরো বলেন, আমরা এ ম্যাচে মোটেও ভালো খেলতে পারিনি। আমাদের স্বাভাবিক খেলা থেকে আমরা অনেক দূরে ছিলাম। কৌশলগত যেমন ভুল ছিল তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সও আশাব্যঞ্জক ছিল না। আমরা নতুন কৌশলে খেলতে চেয়েছিলাম। কিন্তু একটা ভুলের কারণে খেলাটা শেষ হয়ে যায়। একটা একজন বা দুইজন খেলোয়াড়ের জন্য এমনটা হয়নি। পুরো দলের কারণে এমন হয়েছে। এর জন্য আমিও দায়ী। আমরা গতি হারিয়েছি। আন্তর্জাতিক ম্যাচের পর আমরা মোটেও আগের অবস্থায় নেই। এর জন্য আমার কাছে কোনো ব্যাখ্যাও নেই। যাহোক আমাদের প্রথমার্ধে খেলা ভালো ছিল।’

চেললির ডিফেন্ডার আন্দ্রেস ক্রিসটেনসেনও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই ম্যাচে সাত গোল হজম- এটা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। আমরা শুধু যে এ ম্যাচে খারাপ খেলেছি তা নয়, আগের ম্যাচেও আমরা ভালো খেলতে পারিনি। অবশ্যই এর সমাধান বের করতে হবে। এটা দ্রুত করতে হবে।

এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি করিম বেনজেমার প্রশংসা পঞ্চমুখ হয়েছেন। তাকে ‘ওয়াইনের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ওয়াইন যত পুরানো তত ভালো। করিম বেনজেমাও তাই। যত বয়স বাড়ছে ততই সে ধারালো হচ্ছে।