স্বাভাবিকভাবেই প্রত্যেক ক্রীড়াবিদের স্বপ্ন থাকেÑ তার সন্তানও যেন ক্রীড়াবিদ হয়। কিন্তু পাকিস্তানের সাবেক ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ সেটা চান না। সরফরাজ জানান, আমি চাই না, সে ক্রিকেটার হোক। একজন ক্রিকেটার হতে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি চাই না, আমাদের ছেলের ক্ষেত্রে এমনটা হোক। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় সরফরাজের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের পর পাকিস্তান অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সরফরাজ। এরপর ২০১৭ সালে ওয়ানডে ও টেস্টেরও দায়িত্ব পান তিনি। তার নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলে পাকিস্তান।
সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স ছিল সরফরাজের। ৩৭টি টি-টোয়েন্টিতে তার অধীনে ২৯টি জয় ও ৮টি হার ছিল পাকিস্তানের। আর ৫০টি ওয়ানডেতে ২৮টিতে জয় ও ২০টিতে পরাজয়। তবে টেস্টে অধিনায়ক হিসেবে ভালো করতে পারেননি সরফরাজ। ১৩ টেস্টে মাত্র ৪টিতে জয়, ৮টিতে হার ও ১টিতে ড্র করেছে। তবে ২০১৯ ওয়ানডে বিশ^কাপে সরফরাজের অধীনে সেমিফাইনাল উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। এরপরই অধিনায়কত্ব হারান তিনি। অধিনায়কত্ব হারানোর সঙ্গে সঙ্গে দলে নিজের জায়গাও হারান সরফরাজ। দল থেকে বাদ পড়ার পর নিজের ক্যারিয়ার নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছিলেন সরফরাজ। তাই সরফরাজ চান না, তার ছেলেও (আবদুল্লাহ) ক্রিকেটার হয়ে সমালোচনার মুখে পড়ুক।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সরফরাজ বলেন, ‘আবদুল্লাহ ক্রিকেট খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না, পেশা হিসেবে সে ক্রিকেটকে বেছে নিক। একজন ক্রিকেটার হওয়ার কারণে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বাবা হয়ে, আমি চাই না আবদুল্লাহ এগুলো মোকাবিলা করুক।’ সরফরাজের ছেলে আবদুল্লাহর এখনো শৈশব পেরোয়নি। কিন্তু এ অল্প বয়সে তার ব্যাট ধরা ও শট খেলার ধরণ চোখে পড়েছে অনেকেরই। আবদুল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান এবং ভারতের টেনিস তারকা ও শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।
এ বিষয়ে সরফরাজ বলেন, ‘অনেকেই আমাকে বলেছে, আবদুল্লাহ প্রতিভাবান। মঈন ভাই আবদুল্লাহর প্রতিভার প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে, আবদুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথ সহজ করে দেবে না।’ পাকিস্তানের হয়ে ৪৯ টেস্টে ২৬৫৭ রান, ১১৭ ওয়ানডেতে ২৩১৫ রান ও ৬১টি টি-টোয়েন্টিতে ৮১৮ রান করেছেন ৩৪ বছর বয়সি সরফরাজ।