logo
আপডেট : ৯ এপ্রিল, ২০২২ ১৬:২০
চাঞ্চল্যকর সায়মন হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি শান্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর সায়মন হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি শান্ত গ্রেপ্তার

ওয়ারেন্টভুক্ত আসামি শান্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সায়মন হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি শান্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (০৯ এপ্রিল) র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ভাগনা এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত সায়মন হত্যা মামলার অন্যতম আসামি মোঃ শান্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়মন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে শান্ত।

তিনি বলেন, ১৫ জানুয়ারি ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মুক্তিরবাগ বালুর মাঠ এলাকায় ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সায়মন নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় সায়মনের ভাই বাদি হয়ে মো. সুমন ওরফে গ্লাস সুমনসহ আরো ৫ জনের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মাহফুজুর রহমান বলেন, উক্ত মামলার ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা টিম গত ১৮ জানুয়ারি অভিযান পরিচালনা করে গ্লাস সুমনসহ তার সহযোগী আরো ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু মামলার ৬ নম্বর আসামি মো. শান্ত পলাতক ছিলেন। শান্তকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।